তারিখ : ১২-১২-২০১৯
শিবচর ।
প্রিয় মাসুদ,
আমার শুভেচ্ছা নিও । আশা করি খােদার কৃপায় ভালাে আছো । আমিও ভালো আছি । আজ আমি অন্যরকম একটি দিনের কথা লিখতে বসেছি তােমাকে । আজ আমার স্কুলজীবনের শেষদিন । এ দিনটির কথা আমি আগে কখনাে ভাবিনি ।
একদিকে যেমন দীর্ঘ দশ বছরের অভ্যস্ত জীবন , পরিচিত পরিবেশের মায়া ছিন্ন করার কষ্ট , অন্যদিকে স্কুলের দেয়াল ডিঙিয়ে বৃহত্তর জীবনের দিকে এগিয়ে যাওয়ার আনন্দ । আজ আমার মনের মধ্যে এক মিশ্র অনুভূতি তৈরি হয়েছে । এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না ।
এই স্কুলের সাথে,স্কুলের প্রতিটি ইট কাঠের সঙ্গে যেন একটা মায়াময় সম্পর্ক অনুভব করছি । মনে হচ্ছে ছাত্র ছাত্রী, শিক্ষকদের সাথে যেন আত্মার সম্পর্ক রয়েছে । তাদের ছেড়ে চলে যেতে হবে একথা মনে হলেই আমার অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে । শত চেষ্টা করেও থামাতে পারছি না । বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের উপদেশ ছাত্র ছাত্রীদের দেয়া বিদায় ভাষণের সময় সবাই কেন কান্নায় ভেঙে পড়লো । বিদায় কি জিনিস তা উপলব্ধি করতে পারলাম । অবশেষে সবাই শিক্ষকদের দোয়া নিয়ে বাড়ি ফিরে আসলাম । বিদ্যালয়ের শেষ দিনের কথা আমার স্মৃতির পাতায় আজীবন স্মরণীয় হয়ে থাকবে ।
আর লিখতে পারছিনা । এখনো মনে হলে অশ্রু চলে আসছে । তােমার খবর কী ? কেমন লেগেছে স্কুলের শেষ দিনটাতে ? তােমার অনুভূতি জানিয়ে চিঠির উত্তর দিও । আর তোমার বাবা মাকে আমার সালাম জানিও ।
ইতি
তােমারই বন্ধু
রনি
শিবচর ।
প্রিয় মাসুদ,
আমার শুভেচ্ছা নিও । আশা করি খােদার কৃপায় ভালাে আছো । আমিও ভালো আছি । আজ আমি অন্যরকম একটি দিনের কথা লিখতে বসেছি তােমাকে । আজ আমার স্কুলজীবনের শেষদিন । এ দিনটির কথা আমি আগে কখনাে ভাবিনি ।
একদিকে যেমন দীর্ঘ দশ বছরের অভ্যস্ত জীবন , পরিচিত পরিবেশের মায়া ছিন্ন করার কষ্ট , অন্যদিকে স্কুলের দেয়াল ডিঙিয়ে বৃহত্তর জীবনের দিকে এগিয়ে যাওয়ার আনন্দ । আজ আমার মনের মধ্যে এক মিশ্র অনুভূতি তৈরি হয়েছে । এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না ।
এই স্কুলের সাথে,স্কুলের প্রতিটি ইট কাঠের সঙ্গে যেন একটা মায়াময় সম্পর্ক অনুভব করছি । মনে হচ্ছে ছাত্র ছাত্রী, শিক্ষকদের সাথে যেন আত্মার সম্পর্ক রয়েছে । তাদের ছেড়ে চলে যেতে হবে একথা মনে হলেই আমার অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে । শত চেষ্টা করেও থামাতে পারছি না । বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের উপদেশ ছাত্র ছাত্রীদের দেয়া বিদায় ভাষণের সময় সবাই কেন কান্নায় ভেঙে পড়লো । বিদায় কি জিনিস তা উপলব্ধি করতে পারলাম । অবশেষে সবাই শিক্ষকদের দোয়া নিয়ে বাড়ি ফিরে আসলাম । বিদ্যালয়ের শেষ দিনের কথা আমার স্মৃতির পাতায় আজীবন স্মরণীয় হয়ে থাকবে ।
আর লিখতে পারছিনা । এখনো মনে হলে অশ্রু চলে আসছে । তােমার খবর কী ? কেমন লেগেছে স্কুলের শেষ দিনটাতে ? তােমার অনুভূতি জানিয়ে চিঠির উত্তর দিও । আর তোমার বাবা মাকে আমার সালাম জানিও ।
ইতি
তােমারই বন্ধু
রনি
1 Comments
onek sundor...
ReplyDeleteলক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।