একতা মানুষের জীবনে এনে দেয় নিরাপত্তা । একতাবদ্ধ থাকলে কোন শক্তিই তাকে পরাজিত করতে পারেনা ।
মানুষকে পরিবারে বাস করতে হয় । পরিবারের সদস্যদের সাথে তাকে মিলেমিশে একতাবদ্ধ হয়ে চলতে হয় । কেননা মানুষকে সব সময় প্রতিকূল পরিবেশের মধ্যে জীবন যাপন করতে হয়। তার শত্রুর শেষে নেই। প্রতিকূল পরিবেশে শত্রুর মোকাবিলা করার জন্য মানুষের দরকার সংঘবদ্ধ শক্তির । একজনে যে কাজ করতে পারে, দশজনে তার বহুগুণ কাজ করা সম্ভব। কথায় আছে : দশের লাঠি একের বোঝা । এভাবে জাতি একতার গুণে বড় হয়। একতাবদ্ধ না থাকলে কোন জাতিই এগিয়ে যেতে পারে না । পদে পদে তাদের বিপদ আসতে থাকে । দশে মিলে কোন কাজ করলে কাজে সাফল্য না আসলেও তাতে কোন সমস্যা হয় না । একতাবদ্ধ হয়ে থাকলে সাফল্য এক সময়ে ধরা দিবে । ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি তাদের পরাজিত করতে পারে না । আজকের বিশ্বে যারা উন্নত ও সমুদ্ধ জাতি হিসেবে পরিচিত তারা নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যে উদ্বুদ্ধ হয়েছে। যে জাতি ঐক্যবদ্ধ নয়, সে জাতির উন্নতি অসম্ভব। তাই দেশ ও জাতির মঙ্গলের জন্য সকলকে একতাবদ্ধ হয়ে জীবন যাপন করতে হবে ।
একতা মানবজীবনে সাফল্য বয়ে আনে । আর অনৈক্য বিপর্যয় বয়ে আনে । তাই সকলকে একতাবদ্ধ হয়ে থাকা উচিত ।
মানুষকে পরিবারে বাস করতে হয় । পরিবারের সদস্যদের সাথে তাকে মিলেমিশে একতাবদ্ধ হয়ে চলতে হয় । কেননা মানুষকে সব সময় প্রতিকূল পরিবেশের মধ্যে জীবন যাপন করতে হয়। তার শত্রুর শেষে নেই। প্রতিকূল পরিবেশে শত্রুর মোকাবিলা করার জন্য মানুষের দরকার সংঘবদ্ধ শক্তির । একজনে যে কাজ করতে পারে, দশজনে তার বহুগুণ কাজ করা সম্ভব। কথায় আছে : দশের লাঠি একের বোঝা । এভাবে জাতি একতার গুণে বড় হয়। একতাবদ্ধ না থাকলে কোন জাতিই এগিয়ে যেতে পারে না । পদে পদে তাদের বিপদ আসতে থাকে । দশে মিলে কোন কাজ করলে কাজে সাফল্য না আসলেও তাতে কোন সমস্যা হয় না । একতাবদ্ধ হয়ে থাকলে সাফল্য এক সময়ে ধরা দিবে । ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি তাদের পরাজিত করতে পারে না । আজকের বিশ্বে যারা উন্নত ও সমুদ্ধ জাতি হিসেবে পরিচিত তারা নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যে উদ্বুদ্ধ হয়েছে। যে জাতি ঐক্যবদ্ধ নয়, সে জাতির উন্নতি অসম্ভব। তাই দেশ ও জাতির মঙ্গলের জন্য সকলকে একতাবদ্ধ হয়ে জীবন যাপন করতে হবে ।
একতা মানবজীবনে সাফল্য বয়ে আনে । আর অনৈক্য বিপর্যয় বয়ে আনে । তাই সকলকে একতাবদ্ধ হয়ে থাকা উচিত ।
2 Comments
ভাল
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteলক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।