ভাবসম্প্রসারণ কি? ভাবসম্প্রসারণ লেখার কিছু নিয়ম

ভাবসম্প্রসারণ -- কথাটির অর্থ কবিতা বা গদ্যের অন্তর্নিহিত তাৎপর্যকে ব্যাখ্যা করা , বিস্তারিত করে লেখা বা বিশ্লেষণ করা । গদ্যের ভাববীজটিকে উন্মোচিত করার কাজটিকে বলা হয় ভাব - সম্প্রসারণ ।

ভাবসম্প্রসারণের কিছু নিয়ম : ভাবসম্প্রসারণের ক্ষেত্রে কয়েকটি দিকের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়ােজন । যেমন:

ক. ভাবসম্প্রসারণ টি বারবার পড়া । লাইনটিতে যে বিষয়ে বলা হয়েছে সে বিষয়েে বিস্তারিত লেখা ।

খ. অন্তর্নিহিত মূলভাবটি কোনাে উপমা , রূপক - প্রতীকের আড়ালে সংগুপ্ত আছে কিনা , তা বিশেষভাবে লক্ষ করতে হবে । যদি রূপক প্রতীকের আড়ালে প্রচ্ছন্ন থাকে , তবে ভাব - সম্প্রসারণের সময় প্রয়ােজনে অতিরিক্ত অনুচ্ছেদ - যােগে ব্যাখ্যা করলে ভালো হয় ।

গ. সহজ ভাষায় , সংক্ষেপে ভাবসম্প্রসারণটি উপস্থাপন করা উচিত । প্রয়ােজনে যুক্তি উপস্থাপন করা যেতে পারে ।

ঘ. একই বাক্যের যেন পুনরাবৃত্তিি  ঘটে সেদিিি খেয়াল রাখতে হবে । বার বার একই তথ্য  লেখা ভাবসম্প্রসারণের ক্ষেত্রে দূষণীয় ।

Post a Comment

0 Comments