তারিখ : ২৬/২/২০২০
মধুপুর, টাঙ্গাইল
প্রিয় শাকিল ,
আজ তােমাকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই । আশাকরি ভালো আছো। আমিও ভালো আছি । তােমার কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর পেয়ে আজ আমরা অনেক আনন্দিত ।
যুগান্তর পত্রিকায় কৃতী ছাত্র হিসেবে ছবিসহ তােমার রেজাল্টের খবর পড়ে আমি আনন্দে ও উত্তেজনায় কেঁপে উঠলাম । আমার সমস্ত হৃদয় জুড়ে যেন মহাসাগরের আনন্দহিল্লোল বয়ে গেল । আমাদের বাড়ির সকলেই এই খবর পেয়ে আনন্দিত হয়েছে । চট্টগ্রাম বাের্ডের আড়াই লাখ ছাত্রছাত্রীর মধ্যে মাত্র তিনশ সাইত্রিশ জন এবার জিপিএ - ৫ পেয়েছে । তার মধ্যে তুমি একজন । তােমার এ সাফল্যে এক সােনালি ভােরের ইঙ্গিত দিচ্ছে । এ গৌরবােজ্জ্বল ফলাফলের জন্য তােমাকে আমার আন্তরিক অভিনন্দন । নিঃসন্দেহে তুমি একদিন জাতির অন্যতম কর্ণধার হবে । উন্নত দেশ গঠনে তুমি অবদান রাখবে বলে আশা করছি ।
আজ আর নয় । তােমার উত্তরােত্তর সাফল্য কামনা করে এখানেই শেষ করলাম । ভালাে থেকো ।
ইতি
তােমার বন্ধু
রবিন
এখানে খাম আকতে হবে।
0 Comments
লক্ষ্য করুনঃ একটি পোস্ট করতে লেখকের অনেক শ্রম ও সময় দিতে হয় । আর সেই শ্রমের সার্থকতা পাওয়া যায় মন্তব্য থেকে । মন্তব্য পেলে লেখক আরো নতুন নতুন পোস্ট করার অনুপ্রেরণা পায় । তাই পোস্ট পড়ে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করবেন ।